পাথরঘাটায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

পাথরঘাটায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বরগুনার পাথরঘাটায় স্বামীর লিঙ্গ কর্তন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।সোমবার সকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিত গ্রামে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত সেলিম মিয়া (৪৫) রুহিতা এলাকার ৫ নং ওয়ার্ডের হিঙ্গুর শরিফের ছেলে। পেশায় একজন মৎস্যজীবী। অভিযুক্ত মমতাজ বেগম সেলিম মিয়ার ১ম স্ত্রী।

সেলিম মিয়ার ২য় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাদের বিবাহ হয়। তাকে বিবাহ করার পর থেকেই ১ম স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেই থাকত। এরপর আমি স্বামীর কাছ থেকে ছেড়ে দু'বছর আগে আমার বাবার বাড়ি মঠবাড়িয়া এলাকায় চলে যাই। সেখানে মাঝে মাঝে সেলিম মিয়া বেড়াতে আসতো।

সেলিম মিয়া জানান, ২য় স্ত্রীর বাড়িতে ১০ দিন বেড়ানো শেষে রবিবার সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ১ম স্ত্রী মমতাজের সাথে ঘুমিয়ে পরি। সকালে হঠাৎ ঘুমের মধ্যে টের পাই মমতাজ বঁটি দিয়ে আমার গোপন অঙ্গ কাটতেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না তিনি।

খালিদ মাহমুদ আরিফ জানান, সকালে এরকম এক ব্যাক্তি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর, তাকে উন্নত চিকিৎসা নেয়ার জন্য বরিশাল রেফার করা হয়েছিল কিন্তু তিনি এখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান বিষয়টি আমরা শুনে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পত্রিকা একাত্তর/তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news