বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তির নাম ফয়সাল (১৫)।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটের সময় উপজেলার সাহেববাড়ি নামক স্থানে ঈগল পরিবহনের সাথে অটো রিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঐ অটোরিকশায় থাকা যাত্রী ফয়সাল ঘটনাস্থলেই মারা যায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পত্রিকা একাত্তর/ আবু সালেহ মুসা