ফুলবাড়িতে অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার এবং স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

ফুলবাড়িতে অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার এবং স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান

আজ ২২শে ফেব্রুয়ারী দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ১নং এলোয়াড়ি ইউনিয়নের বারাই হাটে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কতৃক প্রদানকৃত বাড়ি বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক গনশিক্ষা মন্ত্রণালয়ের সংসদের স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উক্ত বীর নিবাসের নির্মান ব্যয় ১৩ লক্ষ ৯৯ হাজার টাকা।

উক্ত বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন এবং ভাইসচেয়ারম্যান গন সহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী গন।

উক্ত বীর নিবাস উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের সাধারণ জনগনের পাশাপাশি অসচ্ছল মুক্তিযোদ্ধাগনকে সকল সহায়তা প্রদানের কর্মসূচী গ্রহন করেছেন।

এছাড়া বেলা ১টায় ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে জ্নাকীর্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে টিএইচ ওর হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

পত্রিকা একাত্তর / মোঃ জাহাঙ্গীর আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news