দুর্দিনের কর্মীদের মূল্যায়ন হোক- ফোরকান

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

২২ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

দুর্দিনের কর্মীদের মূল্যায়ন হোক- ফোরকান

বরগুনার আমতলীর আওয়ামী লীগের ত্যাগী নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর থেকেই রাজনৈতিকভাবে নানা হেনস্তার কবলে পরতে হচ্ছে তাকে। ক্ষমতাশালী নেতাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে মনে করছেন তিনি।

একজন ত্যাগী নেতার প্রতি এমন ষড়যন্ত্র হওয়ায় মানসিকভাবে অনেকটা দূর্বল হয়ে পড়েন তিনি। বর্তমানে শারীরিকভাবেও অসুস্থ রয়েছেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। আর এ সবকিছুর মূলে তৃনমুল এই নেতার প্রতি ষড়যন্ত্র ।

বিষয়টি নিয়ে সাধারন জনতাসহ নানা পর্যায়ের নেতাকর্মীরাও দুঃখ প্রকাশ করেন। তাদের সবারই দাবি, তাদের দূর্দিনের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং তাকে যথাযথ মূল্যায়ন করা হোক।

যুবলীগ নেতা মিরাজ হোসেন বলেন, ফোরকান ভাই একজন ত্যাগী নেতা। এমন নেতার ওপর ষড়যন্ত্র করায় আমরা সত্যিই লজ্জিত। আমরা তার সঠিক মূল্যায়ন চাই।

এ বিষয়ে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, কিছু হাইব্রিড নেতাদের কারনে আমরা প্রকৃত আওয়ামীলীগ কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। যা খুবই দুঃখজনক। তাই আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে অনুরোধ জানাই, দুর্দিনে কর্মীদের যথাযথ মূল্যায়ন হোক।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news