নড়াইলে কৃষককে লাঞ্চিতের বিচার ও ডিলার বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

নড়াইলে কৃষককে লাঞ্চিতের বিচার ও ডিলার বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন

হাসানের দইুগালে জুতা মারো তালে তালে নড়াইলে কৃষক আলী আহম্মেদকে লাঞ্চিতের বিচার ও ডিলার বাতিলের দাবিতে বিক্ষোভ মিশিল ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা কৃষকলীগের আয়োজনে শহরের আদালত সড়কে এ বিক্ষোভ মিশিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নড়াইল পৌরসভার রুপগঞ্জ বাজারের সার ডিলার, জেলা চেম্বার অব কামার্সের সভাপতি হাসানুজ্জামান কর্তৃক কৃষকবান্ধব সরকারের ভারমূর্তি প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে উজিরপুর গ্রামের কৃষক আলী আহম্মেদকে লাঞ্চিতের বিচার ও ডিলার বাতিলের দাবি জানানো হয়েছে।

জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মৎস্যজিবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শামিম আতিক মহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল,যুবলীগ নেতা ইমরুল কায়েস,জাহঙ্গির সিকদারে জাহিদুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভ’ইয়া, ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।

জেলা মৎস্যজিবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,১৯৯৭ সালে হাসানুজ্জামানকে সার চুরির অপরাধে জেলা খাটতে হয়েছিল। তারপরে ও কিভাবে তার সারের ডিলারশীপ থাকে জানতে চাই প্রশাসনের কাছে।

জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান বক্তব্যে বলেন প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে যদি হাসানুজ্জামানের বিচার ও ডিলারশীপ বাতিল করা না হয় নতুবা লাগাতার আন্দোলনের হুমকি দেন।

বিক্ষোভ মিশিলে হাসানের দইুগালে জুতা মারো তালে তালে শ্লোগান দেওয়া হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news