গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের আলুটারী মহল্লার বাইপাস মোড় হতে আলুটারী মসজিদ সড়কটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সে কারণে ওই মহল্লাবাসিকে আধা কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। দীর্ঘ এক বছরেরও সড়কটি সংস্কার মেরামত হয়নি। পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে কোন মতে ওই সড়ক দিয়ে চলাচল করছে এলাকাবাসী।
জানা গেছে, গত বছর বর্ষাকালে সড়কটি প্রায় ২০০ মিটার ভেঙে দেবে যায়। যার কারণে রিক্সা, ভ্যান, অটোবাইক চলাচল সম্পন্নরূপে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনেও সড়কটি মেরামত না করার দিনের পর দিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার অন্ধকারের স্থানীয়রা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছে। স্থানীয় জাহাঙ্গীর ইসলাম জানান, সড়কটি পাশে পুকুর থাকায় গত বছর বর্ষাকালে সড়কটি ভেঙে দেবে যায়। যার কারণে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয় এলাকাবাসী পৌর কাউন্সির ও মেয়রকে বিষয়টি অবগত করা হলেও এখন পর্যন্ত সড়কটি মেরামত করা হয় নাই।
৯নং ওয়ার্ড পৌর কাউন্সির দীপক কুমার বাবলু জানান, সড়কটি পাশের্ব দুইটি পুকুর থাকায় বর্ষাকালে পানির স্রোতে ভেঙে যায়। পৌর অর্থায়নে মেরামত করা সম্ভব নয়। সে কারণে প্রকল্লের মাধ্যমে পুকুর দুইটি ধারে প্যালাসাইটিং নির্মাণের পর সড়কটি মেরামত করতে হবে। সে কারণেই বিলম্বব হচ্ছে।
পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার জানান, অতিদ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল