হঠাৎ করেই বদলে গেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী

নড়াইল জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

হঠাৎ করেই বদলে গেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী

হঠাৎ করেই বদলে গেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মবার্ষিকীর হিসাব-নিকাশ ! বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জন্মভূমি নড়াইলে পালিত হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৬তম জন্মবার্ষিকী। তবে কর্তৃপক্ষ পালন করেছে ৮৭তম জন্মবার্ষিকী। হঠাৎ করেই বদলে গেছে নূর মোহাম্মদের জন্মবার্ষিকীর হিসাব!

গত বছর ৮৫তম জন্মবার্ষিকী পালন করা হলেও এবার হঠাৎ করেই ৮৭ তম জন্মবার্ষিকী পালন করল আয়োজকরা। কেন, কীভাবে এমনটি হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন পেশার মানুষের। এর আগের বছরগুলোতেও একই নিয়মে জন্মবার্ষিকীর সাল গণনা করা হলেও এ বছর (২০২২) ব্যানার, পুষ্পস্তবকসহ বিভিন্ন কর্মকান্ডে ৮৭তম জন্মবার্ষিকী উল্লেখ করা হয়েছে।

তার জীবনী থেকে জানা যায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২১ সালের ২০ ডিসেম্বর বিজিবি দিবসের ক্রোড়পত্রেও নূর মোহাম্মদের জন্মদিন ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারিই উল্লেখ করা হয়েছে। গাণিতিক নিয়মেও ১৯৩৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৮৬তম বার্ষিকীই হয়। অথচ হঠাৎ কইে ‘৮৬তম’ জন্মবার্ষিকীর পরিবর্তে ‘৮৭তম’ জন্মবার্ষিকী উল্লেখ করা হয়েছে ব্যানার, পুষ্পস্তবকসহ অনুষ্ঠানের সব কর্মকান্ডে। অনেকেরই প্রশ্ন-হঠাৎ করে কীভাবে বদলে গেল জন্মবার্ষিকীর হিসাব-নিকাশ!

এদিকে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নূর মোহাম্মদ নগরে কোরআনখানি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির, বীরমুক্তিযোদ্ধা এসএ মতিন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তাফা কামালসহ বিভিন্ন পেশার মানুষ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃতুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।

পত্রিকা একাত্তর/ খালিদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news