বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালি ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কৃষক মোঃ হারুন অর রশিদ খাঁনের নিজ বসত বাড়ির গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।ভুক্তভুগি হারুন জানান, গত(২৪/২/২০২২) বৃহস্পতিবার দিনগত রাতে আমার ঘরের পাশের গোয়ালঘরে থাকা একটি ষাড় ও বাচ্চাসহ গাভী সর্বমোট ৩ টি গরু কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
পরেরদিন( ২৫/২/২০২২) শুক্রবার সকালে আমার স্ত্রী গুরু ছাড়ার উদ্দেশ্যে যখন গোয়াল ঘরে যান তখন গোয়ালে থাকা ৩টি গরু দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং আশে পাশে থাকা প্রতিবেশী ও গন্যমান্য বেক্তিদের বিষয়টি জানান। চুরি হওয়া গরুর বর্ননা দিয়ে তিনি আরও বলেন, চুরি হওয়া লাল রংয়ের একটি দেশি গাভী যার আনুমানিক বাজার মুল্য হবে ৭০,০০০টাকা একটি ছোট বাচ্চা যার বর্তমান মুল্য ১০,০০০ টাকা এবং একটি ষাড় যার মুল্য হবে ৮০,০০০ টাকা। সর্বমোট ১,৬০,০০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে তার ছেলে মোঃ তারিকুল ইসলাম বলেন এটা পরিকল্পিত মনে হচ্ছে এ বিষয়ে আমি মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগপত্র দিয়েছি। আশা করছি প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন।
পত্রিকা একাত্তর / নাজমুল তালুকদার