বাগেরহাটে ঝড়ে গাছ চাপায় বৃদ্ধ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

বাগেরহাটে ঝড়ে গাছ চাপায় বৃদ্ধ নারীর মৃত্যু
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বাগেরহাটের শরণখোলায় ঝড়ে গাছ চাপা পড়ে অঞ্জু রানী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় হঠাৎ ঝড়-বৃষ্টিতে শরনখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে সুনীল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জু রানী উপজেলার ধানসাগর গ্রামের মৃতঃ বিধান দেউরীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজাহান বাদল নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন অঞ্জু রানী। রবিবার সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরু হলে সে ঘরের বাহিরে ছিলন অঞ্জু রানী। এসময় বাড়ির ওঠানের পাশের একটি নারকেল গাছ ভেঙ্গে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, ঝড়ের সময় গাছ চাপা পড়ে অঞ্জু রানী এক নারীর মৃত্যুর খবর শুনেছি।

পত্রিকা একাত্তর/শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news