চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক ঊর্ধ্বতন শিল্প নির্দেশক, নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য উত্তরবঙ্গের কৃতি সন্তান স্থপতি বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (৩রা মার্চ) দুপুর আড়াইটায় ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটিতে হাজার মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাক কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করার পর জানাজা নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এসময় স্থপতি বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাকের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপির পক্ষে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমান ও সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, ডোমার উপজেলা আওয়ামী লীগ, ডোমার উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
গতকাল (২রা মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিএম আব্দুর রাজ্জাক। তিনি চিলাহাটির মৃত আছির উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন এই মুক্তিযোদ্ধা।
উল্লেখ্য, ঢাকার কুর্মিটোলার ফোয়ারা, নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতি অম্লান, ডোমারের মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ হৃদয়ে স্বাধীনতার নকশাকার ছিলেন জিএম আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন উল্লেখযোগ্য চিত্রকর্ম করেছেন তিনি।
পত্রিকা একাত্তর/ রিশাদ