বাগেরহাট সদর হাসপাতালের নতুন ভবনের ৭ তলা থেকে পরে হায়দার হাওলাদার (৩৮) ও টুটুল ব্যাপারি (৩৫) নামের দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের নব নির্মিত ১৫০ শয্যা ভবনের স্বপ্রসারণ কাজে নিয়োজিত এই দুই শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।আহত হায়দার হাওলাদার বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার আলী হাওলাদারের ছেলে এবং টুটুল ব্যাপারি মুনিগঞ্জ এলাকার হাসেন ব্যাপারির ছেলে।
টুটুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী সাহেদ বলেন, হাসপাতালের গেটেই ছিলাম। হঠাৎ বিকট আকারের শব্দ টের পাই। এসে দেখি দুই শ্রমিক পরে আছে, সবাই ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ আদনান হোসেন বলেন, নির্মানাধীন ভবন থেকে পরে দুইজন শ্রমিক আহত হয়েছেন।
আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব