কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রী প্রিয়তা হত্যার ঘটনার মূল হোতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

৪ মার্চ, ২০২২, ৩ years আগে

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রী প্রিয়তা হত্যার ঘটনার মূল হোতা গ্রেফতার

নোয়াখালীর,কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার ঘটনায় মূল হোতা মোঃ রুবেল(২৮) কে আটক করেছে পুলিশ। তার নামে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার(৪ মার্চ) বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যৌতি খীসা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, একইদিন ভোরে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রুবেল কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মুকবুল আহাম্মদের পালিত পুত্র।

পুলিশসূত্রে জানা যায়, রুবেল পেশায় অটোরিকশা চালক। দীর্ঘদিন থেকে ভুক্তভোগী প্রিয়তার উপর লৌলুপ দৃষ্টি ছিল। ঘটনার দিন রাতে ভূক্তভোগী নিজের কর্মস্থল থেকে নানার বাড়ী বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে রুবেলের রিকশায় করে যাচ্ছিল। রুবেল তাকে ঘটনাস্থল এলাকায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে আটক করে।

উল্লেখ্য, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লার বাড়ির পেছনের ধানখেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী এবং মডার্ন হাসপাতালের শিক্ষানবিশ নার্স ছিলেন।

পত্রিকািএকাত্তর/আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news