নড়াইলে কৃষক লাঞ্চিতের ঘটনায় বিচার ও ডিলারশীপ বাতিলের দাবী

নড়াইল জেলা প্রতিনিধি

৫ মার্চ, ২০২২, ৩ years আগে

নড়াইলে কৃষক লাঞ্চিতের ঘটনায় বিচার ও ডিলারশীপ বাতিলের দাবী

ডিলারের কাছে সার চেয়ে কষৃক লাঞ্চিতের বিচার ও অভিযুক্ত ডিলারের ডিলারশীপ বাতিলের দাবীতে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (০৫ মার্চ) রোজঃ শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ ও মৎস্যজীবীলীগ এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষকলীগ নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবীলীগের নড়াইল জেলা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নড়াইল জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদ,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটুসহ আওমীলীগের বিভিন্ন শাখার নেতা কর্মী।

কৃষকলীগ নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান বলেন, নড়াইলসহ সারা দেশে পযার্প্ত সার মজুত থাকা সত্বেও হাসানসিন্ডিকেটের মাধ্যমে সরকার নির্ধারিত মুল্যের অধিক মূল্যে সার বিক্রির করায় কৃষক লাঞ্চিত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।আগামী এক সপ্তাহের মধ্যে দুনীতিবাজ মোঃ হাসানুজ্জামানের সারের ডিলারশীপ বাতিল এবং কৃষক মোহাম্মাদ আলী মন্ডলকে প্রকাশ্যে শারিরিক ভাবে লাঞ্চিত করায় শাস্ত্মির ব্যবস্থা করা না হলে নড়াইল আওয়ামীলীগ জেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে আন্দোলনের কঠোন কর্মসুচি নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ মোঃ খালিদ হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news