শেরপুরে গাঁজা সহ দুই মাদক কারবারি আটক


পত্রিকা একাত্তর প্রকাশের সময় : ০৯/০৪/২০২৩, ২:৩৯ অপরাহ্ণ /
শেরপুরে গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নে চার কেজি গাঁজাসহ জসিম উদ্দিন (৫০) ও ফেরদৌস আলম (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (৯ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেলঘরিয়া গ্রামের শাহ আলম কাজীর ছেলে জসিম উদ্দিন ও দক্ষিণ জামুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ফেরদৌস আলম। জানা যায়, দীর্ঘদিন ধরে তারা উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত্রি ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তারা মাদক বিক্রয়ের জন্য দক্ষিন জামুর এলাকায় অবস্থান করছে। এ সময় এসআই সাচ্চু বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা চার কেজি গাঁজাসহ দুই জনকে আটক করে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ