দুর্গাপুরে যুব গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অসহায়, গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ১৯ সে এপ্রিল, রাজশাহীর দুর্গাপুর উপজেলার নান্দিগ্রামে যুব গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নান্দিগ্রামের যুবকরা তাদের পকেট খরচের কিছু টাকা সাপ্তাহিক ভাবে জমা করে বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।
চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে স্লোগানকে সামনে রেখে তারা সামনে এগোচ্ছে। প্রতিবছরের ন্যায় আজকেও ঈদ উপহার হিসেবে লাচ্ছা, সেমাই, চাল ও চিনি বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি মোঃ মোরশেদ আলম, সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, সম্পাদক মোঃ গোলাম মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, হিসাব রক্ষক মোঃ ফায়সাল মাহমুদ, সহকারী হিসাব রক্ষক মোঃ এরশাদ হাসান, সঞ্চালনায় ছিলেন মোঃ সারোয়ার হোসেন রাশেদ ও ইসমাইল ইসলাম (সুজন) সহ গ্রামের বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ রাজু
আপনার মতামত লিখুন :