সেচ্ছাসেবা সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১২) মে জামালপুর সদর উপজেলার গোড়ার কান্দা এলাকায় ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ এর সাফল্যের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর পক্ষ থেকে একটি ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্পেইন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন রাজু, বর্তমান সভাপতি বখতিয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , সামিউল কারীম, তূর্জয় রাসেল অর্থ সম্পাদক, ইসমাইল হোসেন, রাকিব খান সৌরভ, আব্দুর রহমান পৃথীলা সহ স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর ভলেন্টিয়াররা এ সময় ২০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় সাথে রক্তদান সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করে সাধারণ মানুষ কে সচেতনতা করা হয়।
সংগঠনটির সদস্যরা জানান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এত সুন্দর একটি সেবামূলক কাজ করতে পারছি। সকলের কাছে দোয়া চাই যেনো বাকীটা জীবন সেবা মূলক কাজ করতে পারি,মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো এবং সেবামূলক কাজ করব।
উল্লেখ, ২০২০ সালের ১৩ মে জামালপুরে একঝাঁক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুন তরুণীদের নিয়ে সেচ্ছাসেবী সংগঠন “স্বেচ্ছায় রক্তদানে জামালপুর” সংগঠনটি গঠন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারের অধিক ব্যাগ রক্তের যোগান দিয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের জামালপুরে অন্যতম এ সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবা ও গ্রামের হতদরিদ্র মানুষদের অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়ে আসছে সংগঠনটি।
পত্রিকা একাত্তর/ নাহিদ
আপনার মতামত লিখুন :