নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইল জেলা প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২, ২ years আগে

নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর নড়াইল সদর উপজেলায় শান্তি বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সিংগাশোলপুর ইউনিয়নের বড়খোলা গ্রামের টেংরাখালী হাজারতলা মন্দিরের পাশের পুকুরে পড়ে ছিল মরদেহটি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। শান্তি বিশ্বাস বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের দীপেন বিশ্বসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকেলে সিংগাশোলপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

খুঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় লোকজন পুকুরে তাঁর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news