কুষ্টিয়ায় শ্রমিকলীগ নেতার নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ১৯/০৫/২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ /
কুষ্টিয়ায় শ্রমিকলীগ নেতার নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলার শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব তরুন নেতা মাহি বিশ্বাসের নামে দৌলতপুর থানায় মিথ্যা সড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিকলীগ।

দৌলতপুরে হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের ১৭ মামলাসহ একাধিক হত্যা মামলার আসামী কিল্যার খ্যাত সন্ত্রাসী টোকেন মন্ডলের ক্যাডার চিন্থিত সন্ত্রাসী জাকির মোল্লা নিরীহ মানুষের জমি দখল করতে যেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়। এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে দূর্বল করতে চৌধুরী পরিবার জাকিরের ছেলেকে দিয়ে জোরপূর্বক জাতীয় শ্রমিকলীগের নেতা মাহি বিশ্বাস ও তার ছোট ভাই সোয়েব বিশ্বাসসহ নিরাপরাধ ৬ জন ব্যাক্তির নামে মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা থেকে মাহি বিশ্বাসসহ সড়যন্ত্রের শিকার নিরাপরাধ মানুষদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কুষ্টিয়া শহরের প্রান কেন্দ্র মজমপুর গেটে বঙ্গবন্ধু মুড়্যালের সামনে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের বার বার নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মূছা আলী খান, সহ সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম লেবু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, শ্রমকল্যান সম্পাদক সরোয়ার উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত সম্পাদক মামুন রানা, শহর শাখার সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুমারখালী শাখার সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, দৌলতপুর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন খান, জেলা যুব শ্রমিকলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ আলী তার বক্তব্যে বলেন, জাতীয় শ্রমিকলীগ কোন আগাছা পরগাছা সংগঠন নয়। জাতীয় শ্রমিকলীগের অতিত ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এর হাতে গড়া সংগঠন জাতিয় শ্রমিকলীগের মজলুম শ্রমিকেরা রাজপথ রঞ্জিত করে এদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনে রেখেছিল উজ্জল দৃষ্টান্ত। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি সেক্টরে অবদান রাখছে শ্রমিক ভাইয়েরা। সম্প্রতি কিছু সময় ধরে আমরা দেখছি কুষ্টিয়ায় আইনশৃংখলা বাহীনি কর্তৃক আমার শ্রমিক নেতাদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। কোথায় দৌলতপুরে বিএনপির সাবেক এমপি পঁচামোল্লার আত্মীয় হত্যাসহ নাশকতাসহ ১৭টি মামলার আসামী সন্ত্রাসী জাকির মোল্লা অন্যের জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। এই হত্যাকান্ডে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী সড়যন্ত্রকারীরা শ্রমিক লীগের নেতার নামে মিথ্যা মামলা দিয়ে প্রশাসনিক ভাবে হয়রানি করছে। আর প্রশাসনের উর্দ্ধতন কর্মর্কতারা এই হত্যাকান্ডের সমস্ত রিপোর্ট তাদের কাছে থাকার পরেও আমার জেলা শ্রমিকলীগ ও দৌলতপুর শাখার সদস্য সচিব মাহি বিশ্বাসের নামে মিথ্যা মামলা নিয়েছে।

এই মামলার তিব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি অতিদ্রুত এই হত্যা মামলা থেকে শ্রমিক নেতা মাহি বিশ্বাসসহ নিরাপরাধ ব্যাক্তিদের নাম বাদ দেওয়া না হলে আগামীতে দৌলতপুর থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এদিকে এই হত্যাকান্ডের ফায়ঁদা নিতে দৌলতপুরের একটি ক্ষমতাশালী সন্ত্রাসী পরিবার নিরীহ মানুষকে আসামী করে এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ করে মানুষের জান মালের ক্ষতি করলেও এখনো থানায় কোন মামলা হয়নি। সন্ত্রাসী জাকির হত্যায় জরিত প্রকৃত আসামীদের আটক করতে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপারসহ আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছে সচেতন মহল।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন