নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ প্যারালাইজড দুইজন ব্যক্তিকে ডোমার অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে দুটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিলমারি ডাঙ্গাপাড়ায় আফছার আলী’র পুত্র শারীরিক প্রতিবন্ধী নুর মোহাম্মদ সাগর (১৬) কে এবং বিকালে ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি হিন্দুপাড়ায় প্যারালাইজড রোগী মোকছেদ আলী (৬৫) কে করোনাকালীন দুঃসময়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা ডোমার অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও স্পাইস টিভির রংপুর বিভাগীয় প্রধান নাজমুল ইসলাম নিশাত, আরেক প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ইবনে খালিদ সোহেল, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল ইসলাম, সাংবাদিক রওশন রশীদ, ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজীব, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, স্বেচ্ছাসেবক অপু হোসেন, সাচ্চু হক প্রমূখ।
ডোমার অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ইবনে খালিদ সোহেল বলেন, করোনাকালীন সময়ে ডোমারের মানুষের কথা চিন্তা করে আমরা সকলের সহযোগিতায় অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করি। করোনা রোগীর পাশাপাশি শ্বাসকষ্ট জনিত রোগীদেরকেও আমরা অক্সিজেন সরবরাহ করি। দেশ-বিদেশের দুর দুরান্ত থেকে দাতারা আমাদের সহযোগিতা করেন, আমরা সেটি মানবিক কাজে লাগাই। আজ দুটি হুইলচেয়ার উপহার দিয়ে দুটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও বেশ পুলকিত।
ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল ইসলাম জানান, গতকাল রাতে আমি প্যারালাইজড রোগী মকছেদ আলীর বাসায় আসি। এসে দেখি তিনি নাতী ফুয়াদের কোলে ভর করে হেঁটে বেড়ায়। যা আমাকে মর্মাহত করেছে। আমি ডোমার অক্সিজেন ব্যাংককে অবহিত করলে, আজ তারা হুইলচেয়ার উপহার দিয়েছেন। এজন্য ধন্যবাদ তাদের।
প্যারালাইজড রোগী মোকছেদ আলী জানান, এতদিন চলাফেরায় খুব কষ্ট হতো। আপনাদের সহযোগিতায় একটি হুইলচেয়ার পেয়ে আমার কষ্ট অনেকটা কমে গেল। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো।
পত্রিকা একাত্তর/ রিশাদ