স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, এএনসি ও পিএনসি ক্যাম্প, কুষ্ঠ-যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩শে মে) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমূখ সহ দায়িত্বরত চিকিৎসক, মিডওয়াইফ, নার্স ও স্থানীয় স্বাস্থ্যকর্মীবৃন্দ।
সেখানে এলাকার কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া একই সময় গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ববর্তী (পিএনসি) ও প্রসূতি মহিলাদের প্রসব পরবর্তী (এএনসি) স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
পরে, ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে অবস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবনে অত্র এলাকার সন্দেহভাজন কুষ্ঠ ও যক্ষ্মা রোগীদের অনুসন্ধান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ডোমার স্বাস্থ্য বিভাগের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, এএনসি ও পিএনসি ক্যাম্প এবং কুষ্ঠ-যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচি ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :