ডোমারে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২০ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

নীলফামারীর ডোমার উপজেলায় হতদরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ২১ হাজারের অধিক কার্ডধারী টিসিবি’র পণ্য ক্রয়ের সুবিধা ভোগ করবেন।

রবিবার (২০শে মার্চ) সকালে উপজেলার ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদ ও ৪নং জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, ৪নং জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু ও ইউপি সদস্যবৃন্দ।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, টিসিবি পণ্যে ভোক্তাপ্রতি সর্বোচ্চ চিনি প্রতি কেজি ৫৫ টাকা মূল্যে ২ কেজি, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা মূল্যে ২কেজি, সয়াবিন তেল প্রতি কেজি ১১০ টাকা মূল্যে ২ কেজি বিক্রয় করা হবে। যা উপজেলার ২১ হাজার ৩৬০ জন কার্ডধারী উক্ত সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া উপজেলায় সরকারের নিয়োগপ্রাপ্ত দুইজন ডিলার শিডিউল মোতাবেক ইউনিয়ন পরিষদে গিয়ে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করবেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news