ডোমারে সাড়ে ৩১ লাখ টাকায় অটোরিক্সার ইজারা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে সাড়ে ৩১ লাখ টাকায় অটোরিক্সার ইজারা

নীলফামারীর ডোমার পৌরসভায় ১৪২৯ বাংলা সনে ১ বছরের জন্য খোলা ডাকের মাধ্যমে পৌরসভায় অটোরিক্সার ইজারার লিজ ৩১ লক্ষ ৫০ হাজার টাকায় পেয়েছেন আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ী।

রবিবার (২০ মার্চ) ডোমার পৌরসভার হলরুমে সকলের উপস্থিতিতে এই ওপেন ডাক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এছাড়া প্যানেল মেয়র সেলিম রেজা সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বিগত বছরের তুলনায় প্রায় ২০ লক্ষ টাকা বেশি মূল্যে অটোরিক্সা লিজ দেওয়া হয়েছে। অন্যদিকে পাথরের ট্রাক ও বালু ইজারা দেওয়া হয়েছে মাত্র ২ লক্ষ ১০ হাজার টাকায়। পাথরের ট্রাক ও বালু ইজারা মূল্য কম হয়েছে বলে মনে করছেন পৌরসভার মানুষজন।

তফিজুল নামে এক ব্যবসায়ী জানান, প্রতিদিন পৌরসভা দিয়ে প্রায় ২ শতাধিক ট্রাক চলাচল করলেও নিলামে মাত্র ২ লক্ষ ১০ হাজার টাকায় লিজ দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নিগোশিয়েশনের মাধ্যমে ট্রাকের ইজারা দেওয়া হয়েছে। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। অপরদিকে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান ১৪ লক্ষ টাকায় লিজ দেওয়া হযেছে। হাটবাজার ১০ লক্ষ ৪২ হাজার টাকা আর ট্রাক্টর লিজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকায়।

ডোমার পৌরসভার প্রকৌশলী এসএম আলেকজান্ডার পল্লব ওপেন ডাকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে যারা ডাকে প্রথম হয়েছেন তাদের সমুদয় টাকা পরিশোধ করতে হবে। আর ১৫ দিনের মধ্যে সমুদয় টাকা পাওয়া না গেলে পৌর পরিষদ নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অটোরিক্সা ৩১ লক্ষ ৫০ হাজার, ট্রাক ২ লক্ষ ১০ হাজার, হাট-বাজার ১০ লক্ষ ৪২ হাজার, ভ্যান-রিক্সা ১৪ লক্ষ টাকায় নিলামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গত ৮ মার্চ ভ্যান-রিক্সা নিলামে তোলা হলেও তার টাকা এখন পর্যন্ত পৌর পরিষদে জমা হয়নি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news