মোরেলগঞ্জে বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানী, শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

২৩ মার্চ, ২০২২, ২ years আগে

মোরেলগঞ্জে বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানী, শিক্ষক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা দায়ের করেছে মোরেলগঞ্জ পৌর সদরের কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী।

মঙ্গলবার (২২ মার্চ) মোরেলগঞ্জ পৌর সদরের কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর করা যৌন হয়রানির মামলায় আব্দুস ছালাম (৪৫) নামে ওই বিদ্যালয়ের সহকারী গ্রন্হাগারিক শিক্ষককে গ্রেফতার করেছে মেরেলগঞ্জ থানা পুলিশ। মোরেলগঞ্জ কেজি মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারিক কাম সহকারী শিক্ষক হিসেবে আব্দুস সালাম শেখ (৪৫) দীর্ঘদিন দায়িত্বরত রয়েছেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ জানান, বিদ্যালয়ের এক ছাত্রীর দায়েরকৃত যৌনহয়রানীর মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে তৌরি হয়েছে মিশ্র প্রগতিক্রিয়া। তারা বলছেন, শিক্ষকদের এহোন কর্মকান্ড আমরা কখনই প্রত্যাশা করিনা। আমাদের সন্তানদের সেভ রাখতে ও যৌন হয়রানমুক্ত শিক্ষা পরিবেশ তৈরি করতে উপজেলা প্রশাসনের কঠোর হস্তোক্ষেপের দাবী জানান অভিভাবকেরা।

পত্রিকা একাত্তর/ মোঃ নাজমুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news