হরিণাকুণ্ডুতে সরকারি লালন শাহ্ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২৩ মার্চ, ২০২২, ২ years আগে

হরিণাকুণ্ডুতে সরকারি  লালন শাহ্ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ঐহিত্যবাহী সরকারি লালন শাহ্ কলেজের অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা,সহকারী কমিশনার (ভূমি)সেলিম আহমেদ,পৌর মেয়র ফারুক, প্রভাষক শিরিনা খাতুন,কাজল কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক বার্ষিক ক্রীড়া কমিটির আহব্বায়ক মোঃ সিরাজুল ইসলাম,সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক আওয়াল হোসেনসহ কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্যে উৎসব মুখর পরিবেশ দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান ও অন্যান্য শিক্ষক মন্ডলী।

পুরস্কার বিতরণ করার আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন,খেলাধুলা মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল করে। সুস্থ মন, দেহ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই । তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা।

পত্রিকা একাত্তর / উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news