‘হেলমেট পড়ি, নিরাপদে পথ চলি’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বাধ্যতামূলক হেলমেট পরিধান শীর্ষক জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (২৩শে মার্চ) বিকালে ডোমার থানা এলাকায় নীলফামারী জেলা সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে শতভাগ হেলমেট পরিধান শীর্ষক জনসচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, ট্রাফিক ইন্সপেক্টর মোকাররম হোসাইন সহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জেলা পুলিশের নির্দেশনায় হেলমেট পরিধানে সচেতনতা তৈরি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের বিরুদ্ধেহেলমেট পরিধান অভিযান ও তাৎক্ষণিক শাস্তিহিসেবে আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা কঠোরতা বৃদ্ধি করা হবে।
পত্রিকা একাত্তর/রিশাদ