বাগেরহাটের মোল্লাহাটে অজ্ঞাত গাড়ি চাপায় তাহাজিব মোল্লা নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৬ দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাহাজিব মোল্লা কাহালপুর গ্রামের মোঃ শাহিদুল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাহাজিব মোল্লা বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিল। এমন সময় খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর মধ্যপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, কাহালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাহাজিব মোল্লা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু কি গাড়ীতে তাকে চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।
পত্রিকা একাত্তর / সৌরভ কুমার