বটিয়াঘাটায় কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরলেন এএসআই গোলাম রসুল

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

২৬ মার্চ, ২০২২, ২ years আগে

বটিয়াঘাটায় কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরলেন এএসআই গোলাম রসুল

ছেড়া গেন্জি গায়ে,পরনে লুঙ্গি, কোমরে গামছা বেধে, ঘাসকাটা কৃষক সেজে ২৬ মার্চ বেলা ২ টার দিকে গোয়ালঘাটা মাঠে অভিযানকালে ধানক্ষেতের আইল থেকে আদালতের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সেলিম শেখকে আটক করলেন বটিয়াঘাটা থানার এএসআই(নিঃ) মোঃ গোলাম রসুল ও সংগীয়, কনষ্টেবল মোঃ শরিফুল ইসলাম। আসামি সেলিম খুলনা বটিয়াঘাটা থানার গোয়ালঘাটা গ্রামের মোঃ আঃ রহমান শেখের ছেলে।

তার বিরুদ্ধে ০৯/২০১০ মূলে বাগেরহাট ফকিরহাট পারিবারিক ম্যাজিষ্টেট আদালতে তার প্রথম স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় তিনি ০৭/০৬/২০২১ তারিখে ৩ মাসের সাজাপ্রাপ্ত হন। ব্যাতিক্রমি এমন পুলিশিং কর্মকান্ডের ব্যাপারে এএসআই গোলাম রসুলের সাথে কথা বললে তিনি বলেন, আমি যেখানেই চাকরি করেছি খুব অল্প সময়ে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছি তাতে করে অপরাধীদের তথ্য ও অবস্থান সম্পর্কে জানতে পারি। আপনাদের আরো সহযোগিতা পেলে এলাকার মাদকসহ সকল অপরাধ অনেকাংশে নির্মুল করা সম্ভব। চাকরী জীবনে অসংখ্য প্রশাসনিক ও মানবিক কাজের নিদর্শন রয়েছে যেগুলো বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পত্রিকা একাত্তর / আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news