মোল্লাহাট থানা পুলিশের অভিযানে মাদক সহ ০১ জন আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

মোল্লাহাট থানা পুলিশের অভিযানে মাদক সহ ০১ জন আসামী গ্রেফতার

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, ফকিরহাট সার্কেল জনাব, ছয়রুদ্দিন আহম্মেদ এর তত্বাবধায়নে এবং মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৮/০৩/২০২২ তারিখ ২১.৪০ ঘটিকার সময় অত্র থানার ১নং উদয়পুর ইউনিয়নের উদয়পুর আড়ুয়াকান্দি সাকিনস্থ ধৃত আসামী শফিকুল ইসলাম ওরফে কালাই (৩২) এর বসত ঘরের ভিতর হইতে আসামী শফিকুল ইসলাম মোল্লা ওরফে কালাই(৩২), পিতা-ইমান মোল্লা ,স্থায়ী: গ্রাম- উদয়পুর আড়ুয়াকান্দি, থানা- মোল্লাহাট, জেলা -বাগেরহাটকে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৯,০৯০/-(নয় হাজার নব্বই) টাকা সহ গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী।

আসামীর নাম ঠিকানা

১। শফিকুল ইসলাম মোল্লা ওরফে কালাই(৩২), পিতা-ইমান মোল্লা ,স্থায়ী: গ্রাম- উদয়পুর আড়ুয়াকান্দি, থানা- মোল্লাহাট, জেলা -বাগেরহাট

পত্রিকা একাত্তর / সৌরভ কুমার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news