গতকাল আনুমানিক ৩ টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা এলাকার কাজীবাছা নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।এ বিষয় বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। যার মামলা নং ০৯ তারিখ ০১/০৪/২০২২।
এসময় তার পরনে ছিল একটি ব্লু কালারের থ্রি কোয়াটারের প্যান্ট,ডান হাতের কেনুই আংগুলের পাশের আংগুলে একটি সোনালি আংটি, বাম হাতের মাজের আংগুলে একটি আংটি। গায়ের রং ফর্সা। এসময় সি আই ডি ক্রাইমসিন খুলনা টিমের এস আই প্রাণতোষ গাঁতিদার এর নেতৃত্বে এস আই এমদাদুল হক, এ এস আই শেখরজীব হোসেন, কনেঃআলিমুজ্জামান, কনেঃ মনিমোহনদাস সহযোগিতায় ডিজিটাল ডিভাইস VFANVFAN মাধ্যমে ঘটনাস্থলেই ফিংগার প্রিন্টের তথ্যনুসারে মৃত ব্যাক্তির পরিচয় জানা যায়।
ডিভাইসের তথ্যনুসারে মৃত ব্যক্তির নাম মোঃ আনোয়ার হাওলাদার, পিতা মোঃ শাহজাহান হাওলাদার মাতা রেহেনা বেগম, গ্রাম নৈহাটি, থানাঃ রুপসা, জেলা খুলনা। CID খুলনা ক্রাইমসিন টিমের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন দুর দুরানে্ত ছুটে যেয়ে তাদের এ ধরনের কার্যক্রমে এলাকা বাসী সন্তোষ প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির ময়না তদন্ত ও পারিবারিক ভাবে সনাক্তের জন্যে প্রকৃয়া চলমান।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম