বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বিনামূল্যে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ডোমারের প্রাথমিক শিক্ষার্থীরা।
শনিবার (০১লা জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা শহরের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ।
এসময় আরও উপস্থিত ছিলেন– ডোমার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রাশেদ মাহমুদ উজ্জ্বল, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান মুক্তি, শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম সারোয়ার বাবু প্রমুখ।
এসময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আদিব বলেন, প্রতি বছর স্কুল থেকে নতুন বই পাই। আমার খুব ভালো লাগে। নতুন বই পড়তেও খুব ইচ্ছা করে। নতুন বই পাওয়ায়, নিয়মিত বিদ্যালয়ে এসে পড়াশুনা করবো।