আজ রবিবার (১০ এপ্রিল ) দুপুর ৩ টার দিকে ঠাকুরগাঁও নেকমরদ বাজারে হটাৎ শিলা বৃষ্টির আঘাতে মাথা ফাটলো ১ নারীর।
শুধু তাই নয় শিলা বৃষ্টির কারনে আমের মুকুল, লিচুর মুকুল, ঘরবাড়ি, ও গম ভুট্টাসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতির সম্মুক্ষিন হয়েছে কৃষকেরা। শিলা বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।
ফরহাদ নামের এক ব্যক্তির সাথে কথা বললে সে বলে মহিলাটি রাস্তা পার হতে গিয়ে এই ঘটনা ঘটে এটি তার ভুলের মাশুল।
আমরা সকলে দাড়িয়ে আছি কিন্তু মহিলাটি বেশি সাহস দেখাতে গিয়েছিলো তাই এমন টি হয়েছে বলে জানিয়েছেন। তবে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা ব্যবস্থা করেছি আল্লাহর রহমতে তিনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলাসহ জেলার বেশ কিছু এলাকায় মাঝারি শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ৫-১০ মিনিটের এই শিলা বৃষ্টিতে তেমন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছুটা হলেও দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
পত্রিকা একাত্তর/আব্দুল্লাহ আল সুমন