পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচলনা করে অবৈধ বুচনা জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জমির হোসেন বলেন, বিষখালী নদীর নিশানবাড়ীয়া, বাদুরতলা, জ্বীনতলা ও এর আশপাশে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
জব্দ করা জালগুলো পরে মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
পত্রিকা একাত্তর /নুর এ আলম