‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্টিকর খাদ্য বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিণী রায় প্রমূখ।
উল্লেখ্য, ‘সঠিক পুষ্টিতে- সুস্থ্য জীবন’—এই প্রতিপাদ্যে গত ২৩শে এপ্রিল থেকে শুরু হওয়া ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২’ আগামীকাল (২৯শে এপ্রিল) অব্ধি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হবে।
পত্রিকা একাত্তর/ রিশাদ