বাগেরহাটের মোল্লাহাটে অসহায় শীতার্তদের মাঝে সোমবার পর্যন্ত তিন হাজার সাতশত সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে গত কয়েক দিনে সরকারি এ সকল কম্বল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতির পাদদেশে দাঁড়িয়ে গতকাল সোমবার কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম, শেখ রফিকুল ইসলাম ও সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।