মসজিদের পুকুরের ঘাটলার কাজ করার ২ দিন না যেতেই ফাটল

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

২ মে, ২০২২, ২ years আগে

মসজিদের পুকুরের ঘাটলার কাজ করার ২ দিন না যেতেই ফাটল

মসজিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত পুকুরের ঘাট তৈরির জন্য কাজ চলছিলো কিন্তু ঢালাই দেওয়ার ১ দিন পার হতেই দেখা দিয়েছে ফাটল এবং নিচের দিকে ঝুঁকে পরেছে ঘাটের একাংশ।

ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৩ নং ছহেরাবাদ ওয়ার্ডে খবিরিয়া জামে মসজিদের পুকুর ঘাটে। সরকারি ভাবে বরাদ্দকৃত ঘাটের কাজটি হাতে নিয়েছিলো পাথরঘাটার একটি প্রতিষ্ঠান এবং গত কয়েকদিন ধরে ঘাট তৈরির প্রাথমিক কাজ চলছিল।

গতকাল ৩০ এপ্রিল রাতে ঢালাইয়ের কাজ করা হয় এবং সকালেই ঘাটের অনেকগুলো সিঁড়িতে ফাটল ধরে। এই অবস্থা স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা জানান এই ঘটনা ঘটার কারণ হচ্ছে দূর্নীতি। এই বিষয়টি দায়িত্বশীলদের নজরে এনে সঠিক বিচার করা হোক।

পত্রিকা একাত্তর /নুর এ আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news