বাগেরহাটে পুকুর থেকে ৭পিচ সুন্দরী কাঠ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

৮ মে, ২০২২, ২ years আগে

বাগেরহাটে পুকুর থেকে  ৭পিচ সুন্দরী কাঠ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে পুকুর থেকে সুন্দরনের ৭পিচ সুন্দরী কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার(০৭ মে) দুপুর ২টার দিকে মোরেলগঞ্জের উপজেলার গুয়াতলা গ্রামের রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করা হয়।

বনবিভাগের সদস্যরা ওই বাড়িতে যাওয়ার পরেই সোহাগ ফকির গরু খোঁজার কথা বলে গা ঢাকা দেন। তার স্ত্রী পলি বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রুতার কারনে তাদের পুকুরে সুন্দরী কাঠ রেখে বনরক্ষীদেরকে খবর দেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, গোগন সংবাদের ভিত্তিতে সোহাগ ফকিরের বাড়ির পুকুরে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরে ৭পিচ সুন্দরী কাঠ পাওয়া যায়। কাঠগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news