বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

৯ মে, ২০২২, ২ years আগে

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে বালতির পানিতে পড়ে রিপা (১০ মাস) নামের এক শিশুর মুত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। রিপা ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, বাড়ির ভিতরে টিউবওয়েলের গোড়ায় গোসল করার জন্য পানি ভর্তি বালতির নিকট শিশু রিপাকে রেখে ঘরের মধ্যে গামছা নেয়ার জন্য যায় তার মা। এরই মধ্যে শিশু হামাগুড়ি দিয়ে বালতির পানিতে পড়ে ঘটনাস্থলই তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, এটি একটি দূর্ঘটনা। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পেয়ে থানার এসআই রায়হানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

পত্রিকা একাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news