ডোমারের নবনিযুক্ত ইউএনওর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ মে, ২০২২, ২ years আগে

ডোমারের নবনিযুক্ত ইউএনওর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

নীলফামারীর ডোমারে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সাথে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (১০ই মে) দুপুরে ডোমার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. এ. কবির দুলু, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম রব্বী, বীর মুক্তিযোদ্ধা মো. জসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মো. আল-আমিন রহমান প্রমূখ।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণের কাছে নবনিযুক্ত ইউএনও রমিজ আলম সহযোগিতা চান। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ডোমারবাসীর উন্নয়ন সাধনে সকলের সমন্বিত সহযোগিতা চান ইউএনও। এছাড়া মুক্তিযোদ্ধারাও তাদের দাবী-দাওয়া জানান। এরমধ্যে, উল্লেখযোগ্য হিসেবে জাতীয় দিবসে রাজাকার পুত্রের হাতে পতাকা উত্তোলন না করার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গতঃ সদ্য বিদায়ী ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রমিজ আলমকে স্থলাভিষিক্ত করা হয়। গতকাল সোমবার (৯ই মে) তিনি নিজ কার্যালয়ে যোগদান করেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news