১৯ বছর পলাতক থেকেও পার পেলোনা মৃত্যুদণ্ড আসামি

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১১ মে, ২০২২, ২ years আগে

১৯ বছর পলাতক থেকেও পার পেলোনা মৃত্যুদণ্ড আসামি

বাগেরহাটের মোরেলগঞ্জে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক ব্যক্তি ১৯ বছর পরে ধরা পড়েছেন র‍্যাবের হাতে। সোমবার(০৯ মে) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র‌্যাব-৬ এর সদস্যরা বেলাল ফরাজী (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

এর আগে ২০০৩ সালের ১৫ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আসামি বেলাল ফরাজী ও তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই পলাতক ছিলেন বেলাল।

বেলাল চট্টগ্রাম জেলার মীরেরসরাই ও কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় আত্মগোপন করে ছিলেন। সে মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব-বহরবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির ছেলে। আইনগত প্রক্রিয়া শেষে মোঙ্গলবার (১০ মে) বিকেলে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঙ্গলবার বিকেলে র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ স্বাক্ষতিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৫ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যার পর থেকে পলাতক ছিলেন বেলাল ফরাজী। দীর্ঘ বিচারকার্য শেষে আদালত ২০১৪ সালের ২৬ জুন বেল্লাল ফরাজিকে ফাঁসির আদেশসহ অন্যান্য আসামীদের সাজা প্রদান করেন।

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বেলাল ফরাজী কুমিল্লায় পালিয়ে রয়েছেন। ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর /শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news