ইটভাটাই ব্যবহৃত অবৈধ লরি উল্টিয়ে চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২৬ মে, ২০২২, ২ years আগে

ইটভাটাই ব্যবহৃত অবৈধ লরি উল্টিয়ে চালকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইট টানার লরি উল্টে মিথুন (২০) নামের এক লরি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বলরামপুর গ্রামের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশবর্তি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক উপজেলার ফলসী গ্রামের আমিরুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান,মিথুন বোয়ালিয়া গ্রামের ইটভাটাই ইট টানা গাড়িতে কাজ করে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খালি লরি নিয়ে ইটভাটার দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির মটরসাইকেলকে সাইট দিতে যায়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশের পুকুরে গিয়ে একটি গাছের সঙ্গে আটকে যায়। গাড়ির চালক মিথুন ওই সময় কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নামতে না পেরে গাছের ও লরির চিপায় আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।সংবাদ পেয়ে হরিণাকুন্ডু থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা এসে মিথুনের লাশ উদ্ধার করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্থের এই রাস্তাটি দিয়ে দিনরাত ইট নিয়ে ট্রাক্টর চলার কারণে বড়বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়ে রাস্তা অনেক জায়গা চলাচলের অযোগ্য হয়ে গেছে।

প্রায় সময়ই ঘটে নানান দুর্ঘটনা। তাই অবিলম্বে এই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী। হরিণাকুন্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পত্রিকা একাত্তর /মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news