ডোমারে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩০ মে, ২০২২, ২ years আগে

ডোমারে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুশাসনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯শে মে) ডোমার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ১নং ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু, ২নং কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম রোমান, ১০নং হরিণচড়া ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা প্রমূখ।

সভায় অত্র ডোমার উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ, আনসার বাহিনীর পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন অপকর্ম অর্থাৎ মাদক, জুয়া নির্মূল সহ সামাজিক ব্যধি দূরীকরণে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও কঠোরতা এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news