ডোমারে বাসের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩১ মে, ২০২২, ২ years আগে

ডোমারে বাসের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত

নীলফামারীর ডোমারে তয়েজ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় সোনারায় দৃষ্টিনন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রায়হান (১১) গুরুতর আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার (৩০শে মে) সকাল পৌনে ১০টায় উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় দৃষ্টিনন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোমার-নীলফামারী সড়ক পারাপার হওয়ার সময় তয়েজ এন্টারপ্রাইজের ভাউলাগঞ্জ গামী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৫-২৮৩৪, কোচ নং-১১) বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র রায়হানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত রায়হানকে তৎক্ষনাৎ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিক হাসনান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেনিয়ে যাওয়া হয় ।

স্কুলছাত্রকে বাসের ধাক্কার ঘটনায় উৎসুক জনতা তয়েজ এন্টারপ্রাইজের ঘাতক বাসটি ভাঙচুর করে। পরে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডোমার থানাপুলিশ।

স্থানীয়রা জানায়, রাস্তার পাশে বিদ্যালয়ের কোনো গাইড দেয়াল নেই। গাইড দেওয়াল না থাকার কারণে বাচ্চাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। এই এলাকায় শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় একটি জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ স্থাপনের দাবী জানান এলাকাবাসী।

সোনারায় দৃষ্টিনন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাজনীন আরা মালা জানান, দুর্ঘটনার শিকার রায়হান অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। সে গুরুতর আহত হলে আমি ও আমারসহকারী শিক্ষক সাদিক হাসনান তাৎক্ষনিক ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েযাই।প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যআমার সহকারী শিক্ষক সাদিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে আগত তয়েজ এন্টারপ্রাইজের বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার শিকার ছাত্রটির পক্ষে কেউ বাদী হয়ে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news