মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্নহত্যা

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

৩১ মে, ২০২২, ২ years আগে

মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর আত্নহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে শরিফ হোসেন (৬০) নামে এক ধনাঢ্য ব্যবসায়ী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে তার নিজ বাসভবন থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ব্যক্তি পার্বর্তীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামের মৃত ইয়াহিয়ার ছেলে।গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে সে সকলের অগোচরে নিজ পিস্তল দ্বারা নিজ শয়ন কক্ষে লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্নহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় তার লাশের পাশ থেকে ১ টি ব্যবহৃত গুলির খোসা ও ১৭ রাউন্ড অব্যবহৃত তাজা গুলি উদ্ধার করা হয়।গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পত্রিকা একাত্তর / ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news