চট্রগ্রাম বাণিজ্যমেলায় স্টল বসানো কেন্দ্র করে যুবক খুন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৯ জুন, ২০২২, ২ years আগে

চট্রগ্রাম বাণিজ্যমেলায় স্টল বসানো কেন্দ্র করে যুবক খুন

বন্দর নগরী চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের জেরে মোঃ মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।এসময় আরও একজন আহত হয়।

৯ই জুন ভোর সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ির ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মোঃমোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘পলোগ্রাউন্ডে বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর সঙ্গে ভুক্তভোগীদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পিস্তল বাবু। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়।

অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।এই ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news