বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে নাসিরুদ্দিন(৫০) নামে নিজ ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামে।

নিহত নাসিরুদ্দিন ভেটনা গ্রামের মৃত: সাজ্জাদ আলীর ছেলে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ই জুন বৃহস্প্রতিবার সকালে আনুমানিক ৮টা ৩০ মিনিটে বসত ভিটার জমি ভাগ-বাটুয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছোট ভাই নাসিরুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। নাসিরুদ্দিনের অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই নাসিরুদ্দিনের মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিলো।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news