গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ছেলে নিহত বাবা আহত

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৯ জুন, ২০২২, ২ years আগে

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ছেলে নিহত বাবা আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার যাতাহারা-আক্কেলপুর আঞ্চলিক সড়কের শেখপাড়া ডিসির মোড়ে

এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ রোকনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের নাইমুল ইসলামের ছেলে।

নিহতের চাচা আব্দুল বাসেদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সে তার বাবার সাথে মোটরসাইযোগে স্কুল যাওয়ার পথে যাতাহারা-আক্কেলপুর আঞ্চলিক সড়কের শেখপাড়া ডিসির মোড় নামক স্থানে কাঠ বোঝাই একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে বাবা নাইমুল ইসলাম (৪২) ও ছেলে আব্দুল আজিজ (১৪) গুরুতর আহত হলে স্থানীয়রা ২ জনকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। আহত ছেলে আব্দুল আজিজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড

করলে রাজশাহী নিয়ে যাওয়ার পথে ছেলে আব্দুল আজিজের মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান,

এসআই অমিত এর নেতৃতে¦ পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news