৪২০বোতল ফেনসিডিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২২, ২ years আগে

৪২০বোতল ফেনসিডিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গায় অভিযান চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিলসহ রুহুল আমিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের দিক নির্দেশনায় থানার এসআই তারিফুজ্জামান, এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামে।

এসময় গ্রামের জনৈক আ. কাদেরের বেগুন ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনাকালে ভুট্টার খড়ির মধ্যে হতে ৪২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুহুল আমিন দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ৪/৫ জনকে পলাতক আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

এবিষয়ে দর্শনা থানার এস,আই সুমন্ত বিশ্বাস বাদি হয়ে মাদক আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করেছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news