রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাস চাপায় ২ পথচারী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটির ব্রেক কাজ করছিলো না বলে জানিয়েছেন পুলিশ। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, সকালে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের পকেট গেটে বাসে ওঠার অপেক্ষায় ছিলেন অনেকে। এসময় হঠাৎ মেঘলা পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নিচে নেমে পথচারীদের চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন। এদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।