সাভারে লিখিতভাবে নিরাপত্তা চাওয়ার পরেও হামলা, আহত ৩

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৮ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

সাভারে লিখিতভাবে নিরাপত্তা চাওয়ার পরেও হামলা, আহত ৩
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

সাভার ও আশুলিয়ায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় সাভার উপজেলায় গত ৫ ই জানুয়ারি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৫ জানুয়ারি বুধবার বেলা ১২ টা থেকে দফায় দফায় সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সমর্থকদের সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। হামলার শিকার হওয়ার আশঙ্কায় পরাজিত প্রার্থীর কেউ কেউ হয়েছেন নিরুদ্দেশ।

কেন্দ্র দখল ও জাল ভোট দিতে বাধা দেওয়ায় আড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত তিনজন। হামলার শিকার হওয়া ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম,আব্দুল হালিম এবং শামসুল হক। এই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খোঁজ নিয়ে জানা যায়, ৫ জানুয়ারি আশুলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড ইউপি নির্বাচনে আড়াগাঁও প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিন নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী লিটন মাদবরের সমর্থক রাসেল মাদবর কয়েকজনকে নিয়ে মোরগ মার্কায় জাল ভোট দেয়। এসময় একই ওয়ার্ডের আরেক ইউপি সদস্য প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা জাল ভোট দেওয়ার বিষয়টি প্রতিবাদ করলে তারা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে বেলা ১২ টায় আড়াগাঁও এলাকায় রাসেল মাদবর একদল সন্ত্রাসী নিয়ে আব্দুল খালেকের সমর্থক আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, শামসুল হকসহ কয়েকজন সাধারণ ভোটারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

এদিকে পূর্ব আশঙ্কা থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২১ ডিসেম্বর ২০২১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ঢাকা জেলার সাভার উপজেলার ৫ নং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের আরাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ নির্বাচনী কেন্দ্র হওয়ায় ভোট চলাকালীন সময়ে সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার জন্য এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দানে ও নির্বাচনী সহিংসতা রোধে র‌্যাব, পুলিশ ও বিজিবি'র ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার আবেদন করেন মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক।

আবেদনপত্রের প্রেক্ষিতে অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক প্রতিবেদনের কপিসহ গৃহীত কার্যক্রম গ্রহণ করে ৩০ ডিসেম্বর ২০২১ সালে সারক নং - ৪৪.০০.০০০০.০৫৬.২৭.০১৩.২১ - ১২৩৫ পুলিশ পরিদর্শক, পুলিশ অধিদপ্তর,ঢাকাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন -২ শাখার উপসচিব ফৌজিয়া খান স্বাক্ষরিত একটি নির্দেশনা দেওয়া হয়। এই অনুলিপি পাঠানো হয় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার সহ আবেদনকারী মেম্বার পদপ্রার্থী আব্দুল খালেক, ও সংশ্লিষ্ট অফিসে। উর্দ্ধতন কর্মকর্তার এমন লিখিত নির্দেশনার পরেও অসতর্কতাবশত এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ।

প্রতিপক্ষের লোকজনের উপর হামলার ব্যাপারে জানতে বিতর্ক নিয়ে নবনির্বাচিত ৩ নং ওয়ার্ড সদস্য লিটন মাদবরের কাছে জানতে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি ।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, বর্তমানে ইউনিয়নের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনী হামলা,জাল ভোট ও অর্থ নিয়ে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে.? জানতে চাইলে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো: ফকর উদ্দিন সিকদার বলেন, এ মুহুর্তে অভিযোগের সমাধান করা সম্ভব নয়। নির্বাচনের গেজেট প্রকাশ হ‌ওয়ার পর এসব অভিযোগ নিয়ে আদালতে মামলা দায়ের করতে হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news