ডোমারে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী, অতঃপর বিয়ে

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৭ জুন, ২০২২, ২ years আগে

ডোমারে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী, অতঃপর বিয়ে

নীলফামারীর ডোমারে দিনব্যাপী প্রেমিকের বাড়িতে অনশন করে গভীর রাতে দুই পরিবারের সম্মতিতে প্রেমিককে বিয়ে করেছেন কলেজছাত্রী।

সোমবার (২৭শে জুন) প্রথম প্রহরের রাত ৩টার দিকে দুই পরিবারের সম্মতিতে স্থানীয় দুই ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হরিদাস রায়।

এর আগে, শনিবার রাত থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের গুপ্তপাড়া এলাকার রামকৃঞ্চ রায়ের বাড়িতে অবস্থান নেন ওই কলেজছাত্রী। এই খবরে বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক জ্যোতিষ রায় মধু। তখন মধুর পরিবার জানায়, ১০ মাস আগেমধু তার খালাতো বোনকে বিয়ে করে। কিন্তু অনশনরত কলেজছাত্রী মধুকেই বিয়ে করবেন বলে অনড় থাকেন।

কলেজছাত্রী জানান, চার বছর ধরে মধুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে মধু তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ইদানীং সে এড়িয়ে চলার চেষ্টা করেন। তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসেছেন তিনি।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা জানান, মধুর সঙ্গে তার খালাতো বোনের বিয়ের কথাটি মিথ্যা। ছেলের পরিবারকে বুঝিয়ে অবশেষে দুই পরিবার বিয়েতে সম্মত হয়। সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী জানান, দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news